বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খাঁন এমপির বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ট্রাফিক পুলিশ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও মাইক্রোবাস, জীপ, কার পিকআপ উপ-কমিটির উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র মো. আখতার হোসেন বাদল, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী, নীলফামারী জেলা ট্রাক মালিক সমিতির সড়ক সম্পাদক মো. নাছিম, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মাইক্রোবাস, জীপ,কার পিকআপ উপ-কমিটির সম্পাদক মো. মানিক মিয়া প্রমূখ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি হারুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো, মোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার, সড়ক সম্পাদক (আন্তঃ) মো. শফিকুল ইসলাম শফি, কোষাধ্যক্ষ মো. মনছুর আলীসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নীলফামারীতে অবাঞ্চিত ঘোষণা দেন। সেই সঙ্গে পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের করা ১০০ কোটি টাকার মানহাািনর মামলা অবিলম্বে প্রত্যাহারের জোরালো দাবি জানান।
অন্যথায় আগামীতে এ নিয়ে সৈয়দপুরসহ সারা দেশের কঠোর আন্দোলন কর্মসূচির হুুঁশিয়ারি উচ্চারণ করা হয় সমাবেশ থেকে।
এর আগে পরিবহন শ্রমিকদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেয়।
প্রসঙ্গত, মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গত ১২ ফেব্রুয়ারি সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও পরিবহন শ্রমিকনেতা শাজাহান খানের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।
জেএম/রাতদিন