মুগদা মেডিকেলের অধ্যক্ষ ডা: তুহিনসহ ৩ চিকিৎসককে বদলী

করোনাভাইরাসের জন্য বিশেষায়িত মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষসহ তিন চিকিৎসককে বদলি করা হয়েছে। তবে বদলির এই বিষয়টি নিয়ে চিকিৎসকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও জানা গেছে।

২৩ মে, শনিবার বিষয়টি নিশ্চিত করেন মুগদা হাসপাতালের এক চিকিৎসক।

নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিৎসক বলেন, ‘অনেক সমস্যা পার করে যখন আমরা মুগদা মেডিকেলের চিকিৎসাব্যবস্থা একটা মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তখন এমন বদলির আদেশ দুর্ভাগ্যজনক।’

বদলি হওয়া চিকিৎসকরা হলেন, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহ গোলাম নবী তুহিন, কোভিড-১৯ চিকিৎসার ফোকাল পারসন সার্জারির সহযোগী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান কচি ও চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোত্তালিব হোসেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেন বলেন, ‘এ বদলির কারণ আমাদের জানা নেই। মন্ত্রণালয় থেকে এই বদলি করা হয়েছে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমান বলেন, ‘প্রশাসনিক কারণে উনাদের বদলি করা হয়েছে। বিস্তারিত আমরা আরো পরে জানাতে পারব।’

জেএম/রাতদিন