‘যৌন দৃশ্য’ ধারণ করে ব্ল্যাকমেইল, কাঠগড়ায় বেনজেমা

ফ্রান্স জাতীয় দল অথবা রিয়াল মাদ্রিদ, করিম বেনজেমা খবরের শিরোনাম হন প্রায়ই। গোল করে, দলকে জিতিয়েও। তবে এবার ভিন্ন এক কারণে খবরে এসেছেন এই রিয়াল তারকা। ২০১৫ সালের অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জন্য বিচারের মুখোমুখি হতে হচ্ছে তাকে।

ম্যাথিউ ভালবুয়েনা ফ্রান্স দলে বেনজেমার সতীর্থ। তার একটি যৌন দৃশ্যের ভিডিও ধারণ এবং সেটা দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতে হবে তাকে। মূলত ভালবুয়েনার ভিডিও ধারণকারী দুই ব্যক্তি যোগাযোগ করেন বেনজেমার সঙ্গে।

রিয়াল তারকার মাধ্যমেই ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে। যদিও এই বিচার প্রক্রিয়াকে অযৌক্তিক ও অনায্য বলে দাবি করেছেন বেনজেমার আইনজীবি সাইলাভেইন করমিয়ার।

তিনি বলেন, ‘বিচারের এই সিদ্ধান্ত অন্যায্য ও অযৌক্তিক। বেনজেমার এখানে কোনো দোষ নেই।’

এর আগে ২০১৫ সালে এই একই কারণে বেনজেমাকে এক রাত পুলিশ হেফাজতে থাকতে হয়েছিল। তখন এই অভিযোগকে বড় ভুল বুঝাবুঝি হিসেবে দাবি করেন তিনি। ফ্রান্স জাতীয় দলেও এটির কারণে পরে ব্রাত্য হয়ে পড়েন বেনজেমা।

এনএ/রাতদিন

মতামত দিন