করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা রংপুরের বিনোদন পার্কগুলো আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারো চালু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে জেলার সকল পর্যটন স্পট, পিকনিক স্পট ও বিনোদন পার্ক চালুর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে জেলা প্রশাসক আসিব আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে।
বিজ্ঞত্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি হ্রাস ও বিস্তার প্রতিরোধে গত ২৪ মার্চ থেকে জেলায় সকল ধরনের সমাবেশ, সেমিনার, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরবর্তী নির্দেশ না ওেদয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
তবে গত ১৮ আগস্ট জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পর্যটন স্পট, পিকনিক স্পট ও বিনোদন পার্কের জন্য উক্ত নিষেধাজ্ঞা আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
এক্ষেত্রে বিভিন্ন বিনোদন পার্ক, পারিবারিক বিনোদন কেন্দ্র, জাদুঘর, বিজ্ঞান কেন্দ্র এবং অন্যান্য বিনোদন, সাংস্কৃতিক কেন্দ্র ও প্রদর্শনী পরিচালনায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি সংক্রান্ত শর্তাবলী অব্যশ্যই সকলকে মেনে চলতে হবে।
এবি/রাতদিন