রংপুরের ৬ জেলায় নতুন আক্রান্ত ২৯ জন

রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় বিভাগের ছয় জেলায় নতুন করে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলাগুলো হচ্ছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুর।

আজ বৃহস্পতিবার, ২২ এপ্রিল ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ওই ২৯ জন শনাক্ত হয়। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে রংপুরের ১২ জন, গাইবান্ধার ৮ জন, কুড়িগ্রামের ৩ জন, লালমনিরহাটের ৩ জন, নীলফামারীর ২ জন ও দিনাজপুরের একজন রয়েছেন।

এবি/রাতদিন

মতামত দিন