রংপুরের সদ্যপুষ্করণীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারের মাঝে শুকনা খাবারসহ শীতবস্ত্র বিরতণ করেছে সদর উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী ও সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি নিজে উপস্থিত থেকে এসব ত্রাণ ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন।
শনিবার, ২৩ নভেম্বর সদ্যপুষ্করণী ইউনিয়নের মাধবপুর গ্রামে ক্ষতিগ্রস্তদের এ সহায়তা দেয়া হয়।
এর আগে শুক্রবার, ২২ নভেম্বর মধ্যরাতে মাধবপুর গ্রামে সাতটি বাড়ি অগ্নিকান্ডে পুড়ে যায়। এতে সৈয়দ মিয়া, আইয়ুব আলী, জোবেদা বেগম, মাসুম মিয়া, মকবুল হোসেন, আনিছুর রহমান ও রায়হানের পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।
শনিবার সকালে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেয়াসহ তাদের খাবারসহ শীতবস্ত্র বিতরণ করেন রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী ও সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি।
এ সময় সদ্যপুষ্করণী ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানাসহ স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন ক্ষতিগ্রস্থ সাত পরিবারের প্রায় বিশজনকে শুকনা খবার চাল, ডাল, তেল, লবণ, চিড়া, মুড়ি, বিস্কুটসহ শীতবস্ত্র ও শাড়ি লুঙ্গি দেয়া হয়।
এনএইচ/রাতদিন