রংপুরে আরও দুই ক্লিনিক সিলগালা, একজনের কারাদন্ড

রংপুর নগরীর আরও দুটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ওই দুটিসহ তিনটি ক্লিনিকের এক লাখ টাকা জরিমানা এবং একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ শনিবার, ২৫ জুলাই দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফিন জাহানের ভ্রাম্যমান আদালত ক্লিনিক তিনটিতে অভিযান চালান।

আদালত সূত্র জানায়, নগরীর ধাপ এলাকায় ‘মা ও বাবা হাসপাতাল’ চলছিল সিভিল সার্জন অফিসের কোনো অনুমোদন ছাড়াই। এছাড়া কয়েকজন চিকিৎসকের ফাঁকা চিকিৎসাপত্র (প্রেসক্রিপশন) থাকলেও সেখানে পাওয়া যায়নি কোনো চিকিৎসককে। এসব অভিযোগে হাসপাতালটির মালিক মো. খলিলুর রহমান সোহেলকে এক মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে একই এলাকার অনুমোদনহীন পপুলার জেনারেল হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ, ডিউটি চিকিৎসক না থাকা ও বিকল্প বৈদ্যুতিক ব্যবস্থা না থাকায় ৫০ হাজার টাকা জরিমানাসহ হাসপাতালটি সিলগালা করা হয়।

অপরদিকে অনুমোদনের অপেক্ষায় থাকা রংপুর স্পেশালাইজড হাসপাতাল অনুমোদন পাওয়ার আগেই চিকিৎসাসেবা শুরু করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন ও সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।

এবি/রাতদিন