জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার, ২৯ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসেনের রুমে থাকা সিন্দুক ভেঙে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
কার্যালয়ে এতো টাকা কেন ছিল এমন প্রশ্নে তিনি বলেন, ‘গতকালই এই টাকা ব্যাংক থেকে তুলে আনা হয়েছিল। এ টাকা স্টাফদের বেতনসহ কার্যালয়ের বিভিন্ন কাজের জন্য রাখা ছিল। এছাড়া দলীয় প্রধান এরশাদ রংপুরে বাড়ি তৈরি কাজ করছেন, এর কিছু সেখানেও খরচ করা হতো।’
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান বলেন, ‘টাকা চুরির ব্যাপারে লিখিত কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। তবে সকালে মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা প্রাথমিক একটি তদন্ত করছি।’
এইচএ/রাতদিন