রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবিতা উৎসব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২৪ মে এর আয়োজন করে জাতীয় কবি পরিষদ (জাকপ) রংপুর বিভাগীয় কমিটি।
ইফতারের আগে জাকপ’র সদস্যরা কবিতা আবৃত্তি করেন। এতে রংপুর বিভাগের আট জেলার জাকপের কবিরা অংশ নেন। এর আগে কবিতার মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও জাতির কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজু কবীর।
উৎসবে উপস্থিত ছিলেন রংপুর ছড়া সংসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, বইবাড়ি’র পরিচালক শামসুজ্জামান সোহাগ, জাকপের উপদেষ্টা বাবুল চৌধুরী, কিরণ আহমেদ, নিরঞ্জন রায়, সুবাস রায় ও মোছাব্বিরা আলম।
সেখানে আরও ছিলেন মেহেদুল আলম, রফিকুল ইসলাম সাবুল, বাবুল হোসেন বাবলু, মাসুদা সুলতানা মুন্নি, মোরশেদ সরওয়ার জুয়েল, মাজহারুল মোর্শেদ, আসাদুজ্জামান বিপুল, মনিরা পারভীন, মাহমুদুল হাসান পিন্টু, ড. হাসানুজ্জামান জুয়েল, আহেদুল ইসলাম হাসি, ইসমত জেরিন, সাকিল মাসুদ, হাফিজুর রহমান, সাহিনা সুলতানা, মমতাবুল ইসলাম, শরীফ আহমাদ, আশফিকা বুলবুল, আরজেনা শিরীন, শুভ্রা চৌধুরী, মাসুম মোরশেদ ও বুলু রাণী।
পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও সরকারের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।
এবি/রাতদিন