‘সাঁতার কাটুন, সুস্থ থাকুন’ শ্লোগানে রংপুরে সাঁতার প্রতিযোগিতা ও কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্যের কাগজ ‘মৌচাক’এর আয়োজন করে।
সোমবার, ৮ জুলাই রাতে নগরীর পুলিশ সুইমিং পুলে প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬ জন বিশেষভাবে পুরস্কৃত হন।
এতে প্রথম হয়েছেন কবি রবিউল ইসলাম রবি, দ্বিতীয় কবিরাজ ইসমাইল মোল্লা, তৃতীয় কবি আতাউর রহমান লিটন, চুতুর্থ কবি ও ছড়াকার মতিয়ার রহমান, পঞ্চম ছড়াকার দেলোয়ার হোসেন ও ষষ্ঠ হয়েছেন ছড়াকার রেজাউল করিম জীবন।
পরে সাহিত্য আড্ডায় ‘মৌচাক’ এর প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রানা মাসুদ ও আলেয়া খাতুন লাভলী।
কবিতায় অংশ নেন মৌচাক উপদেষ্টা শাহীনা সুলতানা, ছড়াকার এস এম খলিল বাবু, লেখক ও সাংবাদিক শাহ আলম, কবি হায়াৎ মাহমুদ মানিক, কবি ও লেখক এটিএম মোর্শেদ, কবি হেলেন আরা সিডনি, কবি নাজিরা পারভীন, মৌচাক পরিবারের সদস্য কবি মনিরা পারভীন, কবি খালিদ সাইফুল্লাহ, ছড়াকার ফজলে রাব্বী, মৌচাকের সহকারী উপদেষ্টা ওবায়দুর রহমান, কবি ও ছড়াকার হাই হাফিজ, নগর বাউল জিয়াউল আলম ফারুকী, কবি হাসনাইন রাব্বী, রুমকি বেগম প্রমুখ।
এবি/রাতদিন