রংপুরে করোনা প্রতিরোধে ঢাকাগামী বাসে জীবানুনাশক স্প্রে

রংপুর উন্নয়ন ফোরামের উদ্দ্যোগে পরিবহন শ্রমিক ও যাত্রীদের করোনা ভাইরাসমুক্ত রাখতে সকল বাস ও টিকিট কাউন্টারের ভিতরে জীবানু নাশক স্প্রে করা হয়।

রবিবার, ২২ মার্চ রাত ১০ টায় কামাড়পাড়ার ঢাকা বাসস্ট্যান্ডে ঢাকাগামী গাড়ি ছাড়ার আগে প্রতিটি বাস ও কাউন্টারে জীবানুনাশক স্প্রে করা হয়।

রংপুর উন্নয়ন ফোরামের ৫০ জন স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশ নেয়। এসময় তারা জীবানু প্রতিরোধী পোষাকে সজ্জিত ছিলেন।

রংপুর উন্নয়ন ফোরাম সদস্যরা করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে সতর্কতার সাথে চলাফেরা করার জন্য সকলকে বিশেষ ভাবে অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, রংপুর উন্নয়ন ফোরামের সুলতান মাহমুদ টিটন, জীবন ঘোষ, শুভ পাল, গীমান্ত ঘোষ, আসিফ ইমরান, বিপ্লব বকশি, মাহবুবুজ্জামান মাসুম, সরেশ্বরী সরকার।

এনএ/রাতদিন