রংপুরে করোনা ল্যাবের টেকনোলজিষ্ট আক্রান্ত, তিন জেলায় ২৪ ঘন্টায় ১৬

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পিসিআর ল্যাবের একজন টেকনোলজিস্টসহ চার পুলিশ সদস্য ও একজন নার্স রয়েছেন।

সোমবার, ১ জুন সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে নতুন করে রংপুরের ১৩ জনসহ গাইবান্ধা ২ ও কুড়িগ্রাম জেলার আরও ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রমেক পিসিআর ল্যাবের একজন টেকনোলজিস্ট, রমেক হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স, নগরীর রোজ হাসপাতালের এক ওয়ার্ড বয়, মহানগর ডিবি পুলিশের চার সদস্য, মিস্ত্রিপাড়ার মিনা বেকারির তিন, ঠিকাদারপাড়ায় এক এবং মিঠাপুকুর উপজেলার দুইজন রয়েছেন।

এছাড়া এদিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দুইজন এবং কুড়িগ্রাম সদরের একজনের করোনা শনাক্ত হয়েছে।

জেএম/রাতদিন