ঢাকা-৬ আসনের সাংসদ ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের কুশ পুত্তলিকা দাহ করে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের জাতীয় পার্টির কর্মীরা।
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে রংপুর মহানগরী এ কুশ পুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করে।
এর আগে নগরীর সেন্ট্রাল রোডের পার্টি অফিস থেকে জাতীয় যুব সংহতির ব্যানারে এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, রংপুর মহানগর যুব সংহতির আহবায়ক শাহীন হোসেন জাকির ও সদস্য সচিব শান্তি কাদেরীর নেতৃত্বে ফিরোজ রশিদ বিরোধী মিছিলটি বের হয়ে পায়রা চত্বর থেকে প্রেসক্লাব এসে জড়ো হয়।
পরে সেখানে কাজী ফিরোজ রশিদের কুশপুত্তলিকা দাহ করা হয়। এরপর মিছিলটি বের হয়ে আবারও পার্টি অফিসে যায়। সেখানে সমাবেশ থেকে বক্তারা বলেন, মহাসচিবের বিরুদ্ধে মহান সংসদে দাড়িয়ে যে কথা বলেছেন, তা মিথ্যা বানোয়াট। এবং দলীয় শৃঙখলাবিরোধী। ২৪ ঘন্টার মধ্যে তাকে দল থেকে বহিস্কার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এনএ/রাতদিন