রংপুরে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজু জড়িত বলে বর্ণনা দিয়েছে ধর্ষণের শিকার কিশোরী। আজ বুধবার, ২৮ অক্টোবর বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর আলমের কাছে দেওয়া জবানবন্দীতে এ কথা জানায় কিশোরী।
রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ওই ধর্ষণের ঘটনার আগের দিন গত ২৩ অক্টোবর প্রেমের সম্পর্কের সূত্র ধরে এএসআই রাহেনুল তার পূর্বপরিচিত এজাহারভুক্ত আসামির ভাড়া বাসায় মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে ওই স্কুলছাত্রী রাহেনুলের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়ি ফিরলে তার মা বকাবকি করেন। একারণে মেয়েটি অভিমান করে ওইদিন রাতে ওই বাসায় আশ্রয় নেয়। পরের দিন অপর দুই ব্যক্তি মেয়েটিকে সেখানে ধর্ষণ করে।
পিবিআই পুলিশ সুপার জানান, যেকোনো সময় এএসআই রাহেনুলকে গ্রেপ্তার করা হবে।
এদিকে ওই ধর্ষণের এ ঘটনায় গ্রেপ্তার আবুল কালাম আজাদ ও বাবুল হোসেনকে আজ বুধবার সন্ধ্যায় আদালতে নেওয়া হয়। সেখানে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে।
এবি/রাতদিন