প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহের লক্ষ্যে সর্বাধুনিক কৃষকবান্ধব ‘কৃষকের অ্যাপ’ নামে স্মার্টফোন অ্যাপ উদ্বোধন হয়েছে। এতে কৃষকের সময়, খরচ বাঁচবে, কমবে হয়রানি। প্রথমবারের মতো চলতি আমন মৌসুমে ‘কৃষকের অ্যাপ’ দিয়ে দেশের ১৬ জেলার ১৬টি উপজেলার কৃষকদের থেকে ধান কিনবে সরকার।
সোমবার, ২৫ নভেম্বর দুপুরে সারাদেশে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ডিজিটাল খাদ্য সংগ্রহ ব্যবস্থাপনা ও ‘কৃষকের অ্যাপ’ উদ্বোধন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার সরকারি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়া। সেই লক্ষ্য অর্জনে সরকারি সেবা এখন হাতের মুঠোয়। কৃষকদের ধান ও চাল বিক্রিতে হয়রানি রোধ হবে। আর অহেতুক সময় নষ্ট হবে না। খরচও কমে আসবে। সর্বাধুনিক ডিজিটাল কৃষকবান্ধব সেবা ‘কৃষকের অ্যাপ’।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর প্রান্তে উপস্থিত ছিলেন- রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক ড. সরওয়ারুল হক, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, কৃষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম বকসীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা।
কৃষকের অ্যাপ ব্যবহারের জন্য শুরুতেই এটি স্মার্টফোনে ডাউনলোড করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন সম্পন্ন করে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির আবেদন করা যাবে। নিবন্ধনের দিন থেকেই কৃষক ধান বিক্রির আবেদন করতে পারবেন। প্রথমবারের মতো শুরু হওয়া ডিজিটাল মাধ্যম ‘কৃষকের অ্যাপ’-এ নিবন্ধনের শেষ তারিখ ৬ ডিসেম্বর। ধান বিক্রির আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর।
এনএ/রাতদিন