রংপুরের মিঠাপুকুরে পেঁয়াজবোঝাই ট্রাক খাদে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত শহিদ আলী ও রফিকুল ইসলাম নামে আরও দুই ভাইয়ে মৃত্যু হয়েছে। এর আগে মারা যান একজন।
আজ শুক্রবার, ৩০ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে পুলিশের ওসি মো. ইয়ামিন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মিঠাপুকুর উপজেলার কাশিপুরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শহিদ আলী ও রফিকুল ইসলাম। তারা লালমনিরহাট সদরের চিনাতলী গ্রামের মীর বকসের ছেলে। এছাড়া চিকিৎসাধীন মোস্তফা, বাবু ও গুরুতর আহত কালাম মিয়া একই গ্রামের বাসিন্দা। তারা বগুড়ায় ধান কাটা শেষে বাড়ি ফিরছিলেন।
জানা যায়, ট্রাকটিতে অন্তত ১১ জন যাত্রী ছিলেন। তাদের বাড়ি রংপুরসহ আশপাশের জেলায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই চলে গেছেন।
জানা গেছে, পেঁয়াজবোঝাই ট্রাকটি বাগেরহাট থেকে রংপুরের উদ্দেশে আসছিল। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের কাশিপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এইচএ/রাতদিন