দেশে অব্যাহতভাবে নারী ধর্ষণ ও নিপীড়ণের প্রতিবাদে রংপুর প্রেসক্লাব চত্বরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ নামের একটি সংগঠন আজ বুধবার, ১৪ অক্টোবর এ সমাবেশের আয়োজন করে।
মহিলা পরিষদের জেলা সভাপতি নারীনেত্রী হাসনা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক গোলাপী বেগম, নারীমুক্তি কেন্দ্রের জেলা সম্পাদক কামরুল নাহার শিখা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মহিলা ফোরামের সংগঠক রিনা মুরমু প্রমুখ।
নারী সমাবেশে সংহতি জানান বাসদের আহবায়ক আব্দুল কুদ্দুস, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আনোয়ার হোসেন বাবলু, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সহ-সাধারণ সম্পাদক তপন চ্যাটার্জী প্রমুখ।
সমাবেশে নারীনেত্রীরা বলেন, নারী নির্যাতন বন্ধে মৃত্যুদন্ড সমাধান নয়। নারী নিপীড়ণের জন্য রাষ্ট্রের বিচারহীনতা, সুস্থ সাংস্কৃতিক চর্চার অভাব, পুরুষতান্ত্রিক সমাজ দায়ি।
এইচএ/রাতদিন