রংপুরে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে কৃষক দলের মানববন্ধন

পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুর মহানগরীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

মঙ্গলবার, ১৯ নভেম্বর দুপুরে রংপুর মহানগর ও জেলা কৃষকদলের উদ্যোগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ রহমান লাবু এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ারুল হক শাহাদৎ আনোয়ার, মহানগর কৃষক দলের সদস্য সচিব আহসানুল কবির পাপ্পু, সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহবায়ক ইকবাল ইমাম শাহীন, শরিফুল ইসলাম শরীফ, রবিউল ইসলাম মাস্টার, মাহমুদুল হাসান, জেলা কৃষক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু ও যুগ্ম আহবায়ক হয়রত আলী।

এছাড়াও বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ডা. আব্দুর রহমান,  মহানগর কৃষক দলের সদস্য আখেরুজ্জামান মানু, জেলা কৃষক দলের সদস্য রবিউল ইসলাম প্রমুখ।

এসময় মহানগর কৃষকদলের সদস্য নুরুল ইসলাম চাচা, মো: রায়হান, রবিউজ্জামান রবি, আব্দুস সালাম, আমজাদ হোসেন, হানিফুর রহমান হানিফসহ  মহানগর  ও জেলা কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধ হওয়ায় তারা পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশের সব কিছু থেকে সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে। সারাদেশ আজ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের হাতে জিম্মি হয়ে পড়েছে। এরা সকল ক্ষেত্রে সিন্ডিকেট গড়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। এই সিন্ডিকেটের কারণে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মুল্য বৃদ্ধি পাচ্ছে।

অবিলম্বে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার যদি ব্যর্থ হয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

জেএম/রাতদিন