কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের উদ্যোগে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন অনুষ্টিত হয়।
আজ সোমবার, ৭ নভেম্বর মানববন্ধনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের সভাপতি শাহ্ আলম খোকন, সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল। আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওনুর রহমান অনিক, সাংগঠনিক সম্পাদক ইফত্তেখারুল রহমান বাপ্পি, উপদেষ্টা মো. আলী হোসেন ও মেজবা প্রমুখ।
বক্তরা বলেন, পাকিস্থানের প্রেতাত্মারা আবার সক্রিয় হয়ে উঠেছে। এই উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না।
বক্তারা আরো বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মানে হলো স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশে এখনো বিদ্যমান। এই চক্রের সকলকে আইনের আওতায় আনতে হবে’।
এ ছাড়াও বক্তারা অবিলম্বে ভাঙচুরকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরআই/রাতদিন