মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি। তবে এসময় পুলিশের বাধার মুখে পড়ে তাৎক্ষনিক সমাবেশ করতে বাধ্য হয় মিছিলকারীরা।
বুধবার, ২৩ অক্টোবর বেলা সাড়ে ১২ টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে মূল সড়কে আসতে চাইলে তাতে বাঁধা দেয় পুলিশ।
এ সময় সেখানে নেতৃবৃন্দের সাথে পুলিশের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সেখানেই সমাবেশ করে তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি শাহিদার রহমান জোসনা।
সমাবেশে বক্তারা বলেন, ভোলায় তৌহিদি জনতার মিছিলে পুলিশ গুলি চালিয়ে চারজনকে শহীদ করেছে। এর মাধ্যমে বর্তমান সরকার প্রমান করেছে তারা ইসলামের শত্রু। মুসলমানকে সবচেয়ে স্পর্শকাতর ইস্যুতে আঘাতের প্রতিবাদও সরকার সহ্য করতে পারে না। সে কারণে এখানেও তারা পুলিশকে ব্যবহার করে ন্যাক্কারজনক হত্যাকান্ড ঘটিয়ে উল্টো তৌহিদি জনতার নামে মামলা দিয়েছে।
বক্তারা অবিলম্বে তৌহিদি জনতার বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহার এবং দায়ী পুলিশ সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এনএইচ/রাতদিন