রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, ইজিবাইক ছিনতাইকারীসহ বিভিন্ন মামলায় ২২জনকে গ্রেফতার করেছে। শুক্রবার, ১৫ মার্চ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নগরীর হাজিরহাট থানা এলাকার নাজিরুল ইসলামের ছেলে জাফিউল ইসলামকে(২৩) ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে দক্ষিন খলিফাপাড়ার মো. আলম মিয়ার ছেলে রাকিবুল ইসলাম (দিপু)কে (২৮) ৫টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার পুলিশ তালপট্টিবাজার (নরশিন-হাজীপাড়া) এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মশিয়ার রহমান(২৫) ও বাহার কাছনা এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে জাহিদ হাসান লিমনকে (৩০) ছিনতাই হওয়া ইজিবাইকসহ গ্রেফতার করে।
ওই চারজনসহ কোতয়ালী থানার পরোয়ানাভুক্ত ৯ জন, তাজহাট থানা ১ জন, মাহিগঞ্জ থানা ২ জন, হারাগাছ থানা ৬ জন, হাজিরহাট থানা ৩ জন ও ডিবি ১ জনসহ মোট ২২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মোটরযান আইনের আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ই-ট্রাফিকিং ব্যবস্থায় ১৫১টি মামলা দায়ের ও ৩৫ হাজার ৬০০ টাকা জরিমান আদায় করেছে।
এবি/রাতদিন