রংপুরে ভেজাল ইঞ্জিন অয়েল তৈরি কারখানার সন্ধান, জরিমানা

রংপুরে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি ও ভেজাল পণ্য উৎপাদনের দায়ে দুজনের এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার, ২৪ আগস্ট নগরীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অর্থদন্ড প্রদান করেন।

এসময় সেখানে ছিলেন মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি) উত্তম পাঠক, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন ও ডিবির ওসি ফিরোজ ওয়াহিদ।

জানা গেছে, নগরীর নবাবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ফাতেমা স্টোর থেকে ৬৩ লিটার টিসিবি’র সয়াবিন তেল উদ্ধারসহ প্রতিষ্ঠানের মালিক শাহিদ হোসেনের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নগরীর আশরতপুর (সাজাপুর) এলাকায় নকল ইঞ্জিন অয়েল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন কোম্পানীর মোড়ক লাগিয়ে ভেজাল ইঞ্জিন অয়েল বিক্রির দায়ে প্রতিষ্ঠানের মালিক টিটুকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম পাঠক বলেন, ‘নগরবাসীর সহযোগিতায় ভেজাল্য পণ্য থেকে মানুষকে দূরে রাখতে অভিযান অব্যাহত থাকবে’।

এবি/রাতদিন