রংপুরে মন্দিরের রাস্তা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

রংপুরে একটি মন্দির ও প্রতিবেশীদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে বুধবার, ২৩ জানুয়ারি নগরীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে নগরীর কাচারী বাজারে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রংপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন-সমাবেশ থেকে অভিযোগ করা হয়, নগরীর তাজহাটে অবস্থিত শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ মন্দিরের প্রবেশ পথসহ বেশ কিছু জায়গা প্রভাবশালীরা টিন দিয়ে ঘিরে দখল করে নিয়েছে। এতে মন্দির ও এর আশপাশের লোকজন নিজেদের বাড়িতে যাতায়াত করতে পারছেন না।

এসব অভিযোগ জানিয়ে কর্মসুচিতে বক্তব্য রাখেন মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ দাস ব্রক্ষ্মচারী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রংপুরের সভাপতি অজয় প্রসাদ বাবন ও সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য্য।

বক্তারা দ্রুত মন্দির ও সাধারণ মানুষের চলাচলের পথ খুলে দেওয়ার দাবি জানান।

মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার, ডিআইজি ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

এইচএ/২৩.০১.১৯