রংপুর মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার, ১১ নভেম্বর সকাল ৭টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের শুভ সূচনা করা হয়।
দুপুর বেলা ১২টার দিকে রংপুর জিলা স্কুল থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এখানে আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিউর রহমান স্বাধীন প্রমুখ। রংপুর মহানগর যুবলীগের ওয়ার্ড সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএ/রাতদিন