শুক্রবার পর্যন্ত রংপুরে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার, ৪ জানুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
এদিকে বুধবার, ২ জানুয়ারি সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর বিভাগের পঞ্চগড় জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এদিকে রংপুর বিভাগের বাকি সাত জেলাসহ শ্রীমঙ্গল, পাবনা, নওগাঁ এবং চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া বুধবার শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা থাকতে পারে।
আবহাওয়ার বিবরণীতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে এ শৈত্যপ্রবাহ বলে জানা গেছে।
আরইসলাম/০২.০১.১৯