রংপুর আইনজীবী সমিতি নির্বাচন: আ.লীগের বিপুল জয়

রংপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিপুল জয় পেয়েছে। সভাপতি -সাধারণ সম্পাদকসহ ১৪ পদে আ.লীগ সমর্থিতরা জিতলেও বিএনপি জিতেছে মাত্র তিনটি পদে। বুধবার, ১ মে বিকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রউফ।

নির্বাচনে সভাপতি পদে আ.লীগ সমর্থিত আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন, কোষাধ্যক্ষ নাইনুর রহমান,  বার কমপ্লেক্স সম্পাদক জিয়াউল হাসান জিয়া, লাইব্রেরী সম্পাদক আকতার হোসেন জুয়েল, ধর্ম সম্পাদক  আবু সুফিয়ান হিরু, ক্রীড়া সম্পাদক পদে মতাজুল আরেফীন আরিফ নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে আ.লীগ সমর্থিত মোজহার আলী পাভেল, আইনুল হক, প্রশান্ত কুমার রায়, গোলাম মওলা চৌধুরী, ফজলুল হক ফাহিম ও রনজিৎ সরকার নির্বাচিত হন।

অপরদিকে সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী রেজেকা সুলতানা ফেন্সি ও সদস্য পদে  আবু হাসান সরকার লেলিন নির্বাচিত হয়েছেন। এছাড়া  সদস্য পদে জাতীয় পার্টি সমর্থিত রবিউল ইসলাম রবি নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে ৩৪৩ জন ভোটারের মধ্যে ৩২০জন ভোটার ভোট প্রয়োগ করেন। তাদের মধ্যে ৫৪জন নারী ভোটার রয়েছেন।

নির্বাচনে কোন্দলের জেরে আ.লীগ সমর্থিত হিসাবে ‘মালেক-জহিরুল-হক পরিষদ’;  ‘জলিল-রেজা-তাতা মজনু প্যানে ‘ ও ‘হাছনাইন-মশিয়ার-নির্মল-বিউটি পরিষদ’ –এ তিনটি প্যানেল অংশ নেয়। অপরদিকে বিএনপি সমর্থিতরা ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল হিসাবে অংশ নিয়েছিল।

এইচএ/রাতদিন