রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর সরকারী কলেজ এর কলেজ ক্যাম্পাসে কোনো প্রকার ক্যান্টিন না থাকায় এবং ক্যান্টিন স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত ও ব্যাবস্থা গ্রহন না করায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রংপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের আহ্বানে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রশাসনিক ভবন ও কলেজর মূল ফটকে ফেস্টুন ও পোস্টার নিয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের জন্য মানব বন্ধন এ কর্মসূচিতে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের শাখার আহ্বায়ক আল আমিন সোহাগ, যু্গ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, যুগ্ম আহ্বায়ক শহীদ সরকার, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন দুখু, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মাহমুদ, যুগ্ম আহ্বায় তৌফিকুল ইসলাম জিন্নাত, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইকাবাল মানিক সহ কার্যকরী সদস্যবৃন্দ।
মানববন্ধন শেষে কলেজ প্রশাসনের নিকট ক্যান্টিন স্থাপনের বিষয়টি অভিহত করা হয়।
এনএইচ/রাতদিন