রংপুর, পাটগ্রাম, জলঢাকায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুর, লালমনিরহাটের পাটগ্রাম ও নীলফামারীর জলঢাকায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার, ২ জানুয়ারি নানা আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে’। প্রতিনিধিদের পাঠানো খবরঃ

রংপুর : সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবসের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা পরে সম্মাননা প্রদান করা হয়।

রংপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  পিবিআই পুলিশ সুপার এবি এম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী।

পরে বিভিন্ন শ্রেণির কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে সম্মাননা প্রদান করা হয়।

শনিবার পাটগ্রামে পালিত হয় জাতীয় সমাজসেবা দিবস

পাটগ্রাম : লালমনিরহাটের পাটগ্রামে  জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। 

সকালে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ আফজাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন- পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এএইচএম সালাউজ্জামান ফারুক ও জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু তালেব, পাটগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ শাহ্ নূর উন নবী আল কামাল আজাদ

এছাড়াও বক্তব্য রাখেন টিএনন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব প্রধান, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম, কুচলিবাড়ী ইউপি চেয়ারম্যান হামিদুল হক, পাটগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান বেলাল প্রমুখ। 

জলঢাকায় : নীলফামারীর জলঢাকাতেও জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে  আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন

সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম প্রমূখ।

পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ২৩টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

এইচএ/রাতদিন