রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো করোনায় আক্রান্ত ১ জন শনাক্ত হয়েছে। ফলে এই বিভাগের ৮ জেলার মধ্যে ৬ জেলায়ই করোনায় আক্রান্ত রোগী নিশ্চিত হলো।
রংপুর মেডিকেল কলেজের করোনা ল্যাবে আজ ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ৪ জনের করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে কুড়িগ্রাম জেলার একজন রয়েছেন। যিনি ওই জেলায় প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হলেন।
সোমবার, ১৩ এপ্রিল বিকেলে এই তথ্য নিশ্চিত করেন রমেকের অধ্যক্ষ ডা. প্রফেসর একেএম নূর-উন-নবী লাইজু।
তিনি জানান, রংপুরে গত ২৪ ঘন্টায় ৮ জেলায় নতুন ৯৪টির মধ্যে ৪ টির করোনা পজেটিভ পাওয়া গেছে। এরা হলেন গাইবান্ধার সাদুল্যাপুর ও সাঘাটায় ১ জন করে জেলায় মোট ২জন, নিলফামারীর জলঢাকায় ১ জন, কুড়িগ্রামের রৌমারীতে ১ জন করোনা শনাক্ত হয়েছে।
ফলে রংপুর বিভাগের ৬ জেলায় করোনা আক্রান্তের পরিসংখ্যান দাড়ালো:
- নীলফামারী ৪ জন
- গাইবান্ধা ৩ জন
- রংপুর ২ জন
- ঠাকুরগাঁও ২জন
- লালমনিরহাট ১ জন
- কুড়িগ্রাম ১ জন