রংপুর বিভাগে আক্রান্ত কমছে, বেশি মৃত্যু দিনাজপুরে কম লালমনিরহাটে

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ মঙ্গলবার, ১৯ জানুয়ারি করোনার ৯৪টি নমুনা পরীক্ষায় সবগুলোই নেগেটিভ এসেছে। অপরদিকে গত ১০ দিনে এই বিভাগে করোনা পজিটিভ হয়েছেন ৫৪ জন।

আজ রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরন্নবী লাইজু  এসব তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়,  বিভাগের আট জেলায় গত ১০ জানুয়ারি ১২০টি নমুনা পরীক্ষার বিপরীতে ৭ জন, ১১ জানুয়ারি ১২৭টি নমুনা পরীক্ষার বিপরীতে ৫ জন, ১২ জানুয়ারি ১৮০টি নমুনা পরীক্ষার বিপরীতে ৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়।

এছাড়া ১৩ জানুয়ারি ৭ জন,  ১৪ জানুয়ারি ৭ জন, ১৫ জানুয়ারি ৬ জন, ১৬ জানুয়ারি ২ জন, ১৭ জানুয়ারি ৫ জন, ১৮ জানুয়ারি ৩ জন পজিটিভ হয়েছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে গত ৯ মাসে রংপুর বিভাগের করোনা পরীক্ষা করা হয়েছে ৯৯ হাজার ৭৪৯ জনের। এর মধ্যে পজিটিভ হয়েছেন ১৫ হাজার ৬৩৭ জন।  এ পর্যন্ত মারা গেছেন ৩০২ জন।

সবচেয়ে বেশি দিনাজপুরে মারা গেছে ১০৮ জন। এর পরেই রংপুর জেলায় মারা গেছে ৭১ জন। সবচেয়ে কম লালমনিরহাটে মারা গেছে ১১ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী জানান, রংপুর বিভাগে করোনায় আক্রান্ত্রের সংখ্যা কমতে শুরু করেছে এটা ভালো লক্ষন।

তবে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার এবং সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এইচএ/রাতদিন

মতামত দিন