গত ২৪ ঘন্টায় রংপুরে নতুন করে ৬১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। বৃহত্তর রংপুরের চার জেলাসহ ঠাকুরগাঁও ও বগুড়া জেলার মোট ১৮৮ টি নমূনা পরীক্ষায় এই আক্রান্ত শনাক্ত হয়। বেশ কয়েকদিন পরে আক্রান্তের সংখ্যায় লালমনিরহাট শীর্ষে চলে এসেছে। জেলায় এদিন ১৯ জনের করোনা শনাক্ত হয়।
শনিবার, ৮ আগষ্ট রমেক করোনা ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত এই ৬১ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, আক্রান্তের মধ্যে রংপুরে ১৭ জন, লালমনিরহাটে ১৯ জন, গাইবান্ধায় ১৬ জন, কুড়িগ্রামে ৭ জন, ঠাকুরগাঁওয়ের ১ জন ও বগুড়ার ১ জন রয়েছেন।
রংপুর জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁও রানীশংকৈলের দুই বছর বয়সী এক শিশু, বগুড়া শিবগঞ্জের একজন পুরুষ (৫৫), নগরীর দক্ষিন বাবুখাঁর ৩২বছর বয়সী দুইজন পুরুষ, খলিফাপাড়ার ২৬ ও ৪৬ বছর বয়সী দুই নারী, শালবন এলাকার এক নারী (৩২), স্টেশন এলাকার এক নারী (২৮), পাকারমাথার এক নারী (৪০), নুরপুরের একজন পুরুষ (৫০), নীলকন্ঠের একজন পুরুষ (৩২), নিউ ইঞ্জিনিয়ারপাড়ার এক নারী (২৫), রংপুর সিটি কর্পোরেশন এলাকার এক নারী (৩৬), নুরপুরের এক নারী (২৪), অপর নারী (৫০), মাহিগঞ্জের এক পুরুষ (৩৫), মিঠাপুকুর থানার এক পুলিশ সদস্য (৩৪), মিঠাপুকুর গ্রামীন ব্যাংকে কর্মরত একজন পুরুষ (৩৮), দূর্গাপুর চিতলি দক্ষিনপাড়ার একজন পুরুষ (৩৫)।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (৪৯), মহেন্দ্র নগরের একজন পুুরুষ, তালুক হারাটির এক বৃদ্ধ (৬৫) ও এক নারী (৫০), বাবুপাড়ার এক পুরুষ (৩৫), গোকুন্ডা এলাকার এক নারী (২২), মাস্টারপাড়ার এক যুবক (২৭), এক বৃদ্ধ (৬৪), পূর্ব ঠাকুরপাড়ার এক পুরুষ (৫০), আমবাড়ির এক পুরুষ, সরকারটারীর এক পুরুষ (৩৮), উকিলপাড়ার এক পুরুষ (৩৭), তালুক খুটামারার এক নারী (৪২), এক পুরুষ (৫০), জেলা প্রশাসক কার্যালয়ের এক পুরুষ , আদিমারী থানার এক পুলিশ সদস্য (৩৫), খিদাবাগের এক নারী (৫০), বালাটারীর এক বৃদ্ধ (৭০), আদিতমারী সাপ্টিবাড়ির এক নারী (৫০)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তের মধ্যে রয়েছেন, গাইবান্ধা পিবিআইয়ের এক পুলিশ সদস্য (৩৩), গাইবান্ধা পুলিশ লাইন্সের এক সদস্য (৪৪), গাইবান্ধা সদর হাসপাতালে রোডের এক যুবক (২৫), এক নারী (৩৮), সদর হাসপাতালের এক নার্স (২৭), পূর্ব কুপতোলার এক পুরুষ (৫৬), দাড়িয়াপুরের এক পুরুষ (৫২) গোবিন্দগঞ্জ মাস্টারপাড়ার এক যুবক (২৮), কাইয়াগঞ্জের এক পুরুষ (৩৫), মালিছাপাড়ার এক পুরুষ (৪২), ফারিয়ার এক যুবক (২৫), খারিটার এক পুরুষ (৩৮), হরিপুরের এক বৃদ্ধ (৬৩), পাখিরার এক যুবক (২৮), কুঠিবাড়ির এক বৃদ্ধ (৬২), সাদুল্ল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৩৫)।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, কুড়িগ্রাম সদর উপজেলার এক পুরুষ (৪৮), রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুইজন, কাজীপাড়ার এক পুরুষ (৪০), রাজারহাট ্কউপজেলার একজন পুরুষ (৪৫), ফুলবাড়ি উপজেলার এক নারী (২৫) ও উলিপুরের বামনাছাড়া এলাকার এক নারী (৩০)।
জেএম/ লালমনিরহাট