লালমনিরহাটের একজন প্রকৌশলী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আজ সোমবার, ৭ সেপ্টেম্বর আবুধাবীতে সকালে এ দুর্ঘটনা ঘটে বলে তার পরিবার জানিয়েছে।
দেবাশীষ কুমার পাল নামের ওই প্রকৌশলী কালীগঞ্জের কাকিনা বাজার(পাল পাড়া) এলাকার দিনেশ কুমার পালের ছেলে। প্রায় ১১ বছর ধরে তিনি দুবাইয়ে সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন।
তার জ্যাঠা ও কৃষি কর্মকর্তা অশ্বনী কুমার পাল প্রবাসী বাংলাদেশিদের উদ্ধৃতি দিয়ে রাতদিননিউজকে জানান, স্থানীয় সকাল সাতটার দিকে অফিসের গাড়িতে কর্মস্থলে পৌঁছান দেবাশীষ। বাস থেকে নেমে পেছনে আসা মাত্রই অপর একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
জানা গেছে, বছর পাঁচেক আগে বিয়ে করেছিলেন দেবাশীষ। প্রায় দুই বছর বয়সী তার একটি কন্যা সন্তান আছে।
দেবাশীষের মরদেহ দেশে ফিরিয়ে আনতে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ যোগাযোগ করছেন বলে জানিয়েছেন নিহতের জ্যাঠা।
এবি/রাতদিন