লালমনিরহাটের তিস্তা চরাঞ্চলের ছিন্নমুল মানুষদের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে স্কাইলা লিমিটিড। প্রানঘাতি করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় পাঁচ শতাধিক পরিবারে এসব উপহার সামগ্রী দেয়া হয়।
শুক্রবার, ২২ মে সকালে আদিতমারী উপজেলার বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপহার সামগ্রী বিতরন করা হয়।
উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় গ্রামে বন্যা, ফসলহানী, নদীভাঙ্গন, শীতার্তসহ সকল প্রাকৃতিক দুর্যোগের ন্যায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্কাইলা লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। তিস্তা নদীর চরাঞ্চলের ছিন্নমুল কর্মহীন মানুষদের বিভিন্ন সময় খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন। এরই অংশ হিসেবে আসন্ন ঈদ উল ফিতরের ঈদ উপহার হিসেবে ৫শতাধিক ছিন্নমুল পরিবারের জন্য শাড়ি, লুঙ্গি ও খাদ্যদ্রব্য কেনার নগদ টাকা পাঠান তিনি।
স্কাইলা লিমিডমটেডের চেয়ারম্যান মিজানুর রহমানের পাঠানো উপহার সামগ্রী ছিন্নমুল মানুষের মাঝে তুলে দেন তার ছোট ভাই মশিউর রহমান। এ সময় তার সাথে ছিলেন, মহিষখোচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিচার রহমান, সম্পাদক আব্দুস সোবহান, মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছাত্রনেতা নুর আলম সেফাউল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহজাহান খন্দকার অরেঞ্জ, রায়হান ও লিয়ন প্রমুখ।
স্কাইলা লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, ‘প্রতিটি দুর্যোগে এসব মানুষে পাশে দাঁড়িয়েছে স্কাইলা লিমিটেড। করোনা সংকট কাটিয়ে উঠতে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ঈদে নতুন কাপড়ের পাশাপাশি খাবার কেনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ সহযোগিতা আগামী দিনেও অব্যহত থাকবে।