লালমনিরহাটে বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হামিদুর রহমান বুলু’র ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এতে সংক্ষিপ্ত স্মরণসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার, ২৮ সেপ্টেম্বর জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে করিম উদ্দিন ইনডোর স্টেডিয়ামে সন্ধ্যায় এ আয়োজন করা হয়।
উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শাপলা শালুক’ এর আয়োজন করে।
সংক্ষিপ্ত স্মরণসভায় আলোচনা করেন, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, সোনালী ব্যাংক কর্মকর্তা ও তাঁর একসময়ের সহকর্মী মনিরুজ্জামান মুনির, শাপলা শালুকের পক্ষে জালাল উদ্দিন আরিফ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহসীন টুলু।
লেনিন বসুনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মোরশেদ মুন্না, রবিউল ইসলাম রবি, আলহাজ আবু বকর শিলু, মোকাব্বের হোসেন, আজমান কবীর সোহাগ, মাসুদুর রহমান বাবু, হাসানুর রহমান লাজু, জাফরান উথানসহ শাপলা শালুকের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেএম/রাতদিন