লালমনিরহাট জেলা প্রশাসকের(ডিসি) কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে অফিসে রক্ষিত বশে কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে আগুনের উৎস নিশ্চিত করতে না পারলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার, ৩১ মে দুপুরে ওই কার্যালয়ের প্রধান বৈদ্যুতিক স্টেশনে আগুনের সূত্রপাত ঘটে।
এ ঘটনায় অফিসে রক্ষিত প্রয়োজনীয় বেশকিছু কাগজপত্র ও আসবাব পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির সম্ভাব্য পরিমানও তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।
জেলা প্রশাসক কার্যালয়ের প্রটোকল সহকারী আরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুতের প্রধান স্টেশনে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। এতে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীসহ আগত জনগন আতংকিত হয়ে পড়ে।
ওই ভবনে থাকা গ্যাস সিলিন্ডার দিয়ে প্রায় ১৫ মিনিট চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে। পরে ফায়ার সার্ভিসেরও একটি ইউনিট এসে পরিস্থিতি পর্যাবেক্ষন করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই অফিসে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।