শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ল

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি বাড়ানো হয়েছে। করোনা মহামারির কারণে এবার সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত।

আজ শুক্রবার, শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।  ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার।

এরপর কয়েক ধাপে বাড়ানোর পর ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়লো।

আরআই/রাতদিন

মতামত দিন