তরুণ প্রজন্মের মেধাবী শিল্পী ও কলাকৌশলীদের স্বীকৃতি প্রদান ও নতুন বছর উদযাপন উপলক্ষে বাৎসরিক অ্যাওায়ার্ড পার্টির আয়োজন করেছে বেসরকারি প্রতিষ্ঠান ‘হোয়াটসঅন’। ইতোমধ্যে আয়োজন সফল করতে সকল প্রস্তুতি শেষ হয়েছে।
আজ শুক্রবার, ৩ জানুয়ারি রাজধানীর উত্তরায় হোটাসঅন অ্যাকাডেমিতে অ্যাওয়ার্ড পার্টি অনুষ্ঠিত হবে।
জানা গেছে, অনুষ্ঠান উপলক্ষে হোয়াটসঅন গাইড এর ব্যাবস্হাপনা পরিচালক স্যাম আলিম লন্ডন থেকে এবং পরিচালক সেটসু আদাচি জাপান হতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।
অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশের অভিনেত্রী শম্পা রেজা। এছাড়াও অংশগ্রহন করবে শিল্পী সামিনা চৌধুরী, জেফার, বাংলা ফাইভ ব্যান্ডসহ আরো অনেকে।
বেষ্ট আইকন, বেস্ট ব্যান্ড, বেস্ট সিঙ্গার, বেস্ট রাইসিং স্টার, ভিডিও প্রোডিউসার, রাইটার এয়ারলাইনস, অ্যাড এজেন্সি, বিউটি স্যালুন, ফ্যাশন হাউস, হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি সহ ১৫ টি ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক স্যাম আলিম বলেন, ‘হোয়াটসঅন হচ্ছে তরুণ ও মেধাবী শিল্পীদের জন্য একটি অনবদ্য প্লাটফর্ম। আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে বিশ্বব্যাপী তরুণদের মেধা ও মননশীলতাকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।’
পরিচালক সেটসু আদাচি বলেন, আমরা শিল্পী ও বিভিন্ন সংস্কৃতির মানুষদের মধ্যে সহযোগীতামূলক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে থাকি।
অ্যাওয়ার্ড পার্টির অনুষ্ঠান কমিটির সহযোগী পার্টনারসহ যারা উক্ত অনুষ্ঠানটি সফল করার জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ ও সকলের অংশগ্রহণ কামনা করেছেন হোয়াটসঅনের ব্যাবস্হাপনা পরিচালক স্যাম আলিম ।
এবি/রাতদিন