আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা টানা তৃতীয়বারের মত ৪৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন। সোমবার, ৭ জানুয়ারি বিকেলে বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহন শুরু হয়।
একই সঙ্গে শেখ হাসিনা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নতুন মন্ত্রীসভার সদস্যদেরকে দায়িত্ব গ্রহনের শপথ এবং গোপনীয়তার শপথ পাঠ করান। শপথ গ্রহনের পর তাঁরা সকলেই
দায়িত্ব গ্রহন ও গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন বলে বাসস পরিবেশিত খবরে বলা হয়েছে।
শপথ গ্রহনের মাধ্যমে ২৪জন মন্ত্রী, ১৯জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী মন্ত্রীসভায়
যোগ দিয়েছেন।
খবরে বলা হয়, বঙ্গভবনের জনাকীর্ণ দরবার হলে প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানাসহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ, সাবেক রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, জাতীয় সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিনবাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
নবনিযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ফেরার সময় রাস্তার দু’পাশে সমবেত জনতা তাঁকে একনজর দেখার জন্য রাজধানীর রাজউক এভিনিউ ও বঙ্গবন্ধু এভিনিউয়ের সংযোগস্থলে দাঁড়িয়ে ছিলেন।
এইচএ.০৭.০১.১৯