রংপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাবরেটরিতে ৬ষ্ঠ দিনে নতুন করে আরও ৫৬ জনের নমুনা এসেছে। এর মধ্যে রংপুর জেলার ১২ এবং অন্য ৭ জেলার ৪৪টি নমুনা রয়েছে।
মঙ্গলবার, ৭ এপ্রিল সন্ধ্যায় কলেজের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান ও করোনা শনাক্তকরণ ল্যাবের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাকিমুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ল্যাবে ৫৬টি নমুনা সংগ্রহ হয়েছে। আরও সংগ্রহ হবার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার, ২ এপ্রিল ল্যাবের কার্যক্রম শুরুর পর থেকে গতকাল পর্যন্ত ৫ দিনে ১২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এদের কারোরই পজেটিভ ফলাফল আসেনি।
বিভাগের আট জেলার কোনো রোগীর শরীরে করোনা আক্রান্তের উপসর্গ দেখা দিলে নিজ নিজ এলাকার হাসপাতাল ও সিভিল সার্জনের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
জেএম/রাতদিন