সংসারে অভাব: স্বামীর-স্ত্রীর ঝগড়ায় ৮ মাসের শিশু হত্যা

আট মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ বাবাকে আটক করেছে পুলিশ।  গতকাল সোমবার, ৪ জানুয়ারি রাজধানীর দক্ষিণখানে মুন্সি মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে। শিশুরটির নাম আবদুল কাদের জিলানী রাব্বি।

স্থানীয়রা জানায়, স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে মায়ের কোল থেকে নিয়ে রাব্বিকে একাধিকবার ফ্লোরে আছাড় দেন তার বাবা। এতে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি।

দক্ষিণখান থানার ওসি (তদন্ত) আফতাব উদ্দিন শেখ জানান,  শিশুটির মায়ের নাম রাহিমা খাতুন। তার বাবা রিকশাচালক। রাব্বী তাদের একমাত্র সন্তান। মুন্সীহাটি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তারা। অভাবের কারণে চার মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে যায়। বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ প্রয়োগ করে। একপর্যায়ে তাদের বের করে দেয়।

গতকাল সোমবার সকালে শিশুটির ফুফুর বাসায় ওঠে তারা। সেখানেও স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রফিকুল শিশুটিকে একাধিকবার ফ্লোরে আছাড় দেন। এতে শিশুটির মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  শিশুটির বাবার কাছ থেকে পুরো বিষয়টি জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরআই/রাতদিন