সপ্তাহখানেক পর শীত বিদায়, রংপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

রংপুর ও রাজশাহী বিভাগসহ চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ সপ্তাহখানেক অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবাহাওয়া অফিস।

সপ্তাহজুড়ে শীতের প্রকোপ থাকতে পারে। রংপুর বিভাগের পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

শনিবার, ২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তি ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

এদিকে আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুসকে উদ্ধৃত করে বাসসের খবরে বলা হয়, চলমান শৈত্যপ্রবাহই হতে পারে এ মৌসুমের শেষ শৈত্য প্রবাহ। এরপর আর কোনো শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই।

এরপরই এই বছরের মতো শীত বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে বলে খবরে বলা হয়।

এবি/০২.০২.১৯