সব রেল স্টেশনে বাউন্ডারি ওয়াল নির্মাণ হবে: রেলমন্ত্রী

টিকিট ছাড়া কেউ যাতে প্লাটফর্মে প্রবেশ করতে না পারে এজন্য স্টেশনগুলোতে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ চলছে। পর্যায়ক্রমে সব স্টেশনে একাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ রোববার, ১৩ সেপ্টেম্বর সকালে ফেনী রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিক স্টেশনে তৈরি করা হবে। যাতে মানুষ একশ বছর পরও বলতে পারে এখানে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেলস্টেশন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ফেনী থেকে চট্টগ্রামে যাতায়াতের জন্য আলাদা ট্রেন চালু করা হবে।

এবি/রাতদিন