সভা-সমাবেশ-ওয়াজ বন্ধ না করলে আইনি ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, করোনাভাইরাস ছড়ানো রোধে সভা-সমাবেশ ও ওয়াজ আয়োজন থেকে বিরত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি আজ বুধবার, ১৮ মার্চ সন্ধ্যায় সংবাদমাধ্যম জাগো নিউজকে এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সব ধরনের সভা-সমাবেশ ও ওয়াজ মাহফিল বন্ধ রাখার জন্য আহ্বান করছি।’

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন কিনা- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘অবশ্যই যাব। আমরা এখন জানাচ্ছি। এটা কেউ না মানলে অবশ্যই অ্যাকশনে (শাস্তিমূলক ব্যবস্থা) যাব।’

গত বছর ডিসেম্বরের শেষ দিন চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী ভাইরাস এনসিওভি-১৯, বিশ্বজুড়ে যা পরিচিতি পেয়েছে নভেল করোনাভাইরাস নামে। প্রায় তিন মাস চীনে তাণ্ডব চালিয়েছে, এখন গোটা বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে এই মহামারি।

বাংলাদেশে  এখন পর্যন্ত ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় বুধবার একজনের মৃত্যু হয়েছে।

এবি/রাতদিন