সাংবাদিক পেটানো কুড়িগ্রামের সেই আরডিসি’র শাস্তি দাবিতে কালীগঞ্জে মানববন্ধন

সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মিথ্যা মামলায় কারাদণ্ড দেয়ার ঘটনায় জড়িত কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ সহযোগীদের চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকরা।

সোমবার, ১৬ মার্চ দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। একই সাথে নির্যাতিত সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।

কালীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত এই মানববন্ধনে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে ডিসিকে প্রত্যাহারসহ বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়ায় সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতারা বলেন,কুড়িগ্রামের বর্তমান রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাজিম উদ্দীনসহ জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিক আরিফুলকে শুধু জামিনে মুক্তি দিলে চলবে না। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ডিসি সুলতানা পারভীন প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাকে শুধু প্রত্যাহার নয়, চাকরিচ্যুত করতে হবে।

ছবি: রাতদিন

কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার একেএম মঈনুল হক, কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীন সাংবাদিক শেখ আবদুল আলিম, যুমনা টিভির আনিছুর রহমান লাডলা, এনটিভি ও কালেরকন্ঠের জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু, সিনিয়র সাংবাদিক তিতাস আলম, ডিবিসি নিউজের মাজেদ মাসুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের আসাদুজ্জামান সাজু, বার্তা২৪.কমের নিয়াজ আহমেদ সিপন, আলোকিত বাংলাদেশ’র ফারুক হোসেন, দৈনিক লাখোকন্ঠের প্রতিনিধি সবুজ আলী আপন,সকালের সময়ের শহিদুল ইসলাম, ঢাকা টাইমস রাহেবুল ইসলাম টিটুল, দৈনিক মুক্তি নুর হোসেন অনু, পিবিএ আসাদ হোসেন রিফাত, সাংবাদিক হাসনুজ্জামানসহ বিভিন্ন অঙ্গসংঠনের কর্মীরা।

এনএ/রাতদিন