বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। বিপিএলের সবশেষ তিন আসরে তিনি ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দিয়েছেন।
বুধবার, ৩১ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময়ের সেরা অলরাউন্ডার সাকিবকে দলে নেওয়ার কথা জানায় রংপুর রাইডার্স।
‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা একজন খেলোয়াড়কে সরাসরি দলে নিতে পারে কোনো ফ্র্যাঞ্চাইজি। তাই সাকিবকে নেওয়ায় মাশরাফি বিন মুর্তজাকে ছাড়তে হয়েছে রংপুরের।
এর আগে ২০১৫ আসরে রংপুর রাইডার্সে খেলেছিলেন সাকিব। সে সময় মালিকপক্ষ ছিল ভিন্ন।
ঢাকা ডায়নামাইটসকে টানা তিন আসরের ফাইনালে নিয়ে গিয়েছিলেন সাকিব। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয় তার দল, পরের দুই আসরে রানার্সআপ।
আগামী ৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের সপ্তম আসর।