‘সাবান দিয়ে ধুয়ে হাত জীবাণু করো কুপোকাপ’

শিশুদের সুরক্ষায় সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু করেছে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘সিসিমপুর’।

জানা গেছে, বিনোদনের মাধ্যমে শিশুদের সচেতন করতে বেশ কয়েকটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যাতে অভিনয় করেছে শিশুদের অতি প্রিয় ইকরি, শিকু, টুকটুকি, হালুম আর একঝাঁক শিশু। ইতিমধ্যেই টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনগুলোর প্রচার শুরু হয়েছে। প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম আর ডিজিটাল বিলবোর্ডেও।

সিসিমপুর-এর নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘‘সিসিমপুর’ বরাবরই শিশুদের সুস্থ বিকাশের লক্ষ্যে কাজ করে আসছে। শিশুদের জন্য একটি সুরক্ষিত স্বপ্নময় শৈশব উপহার দেওয়াই সিসিমপুরের লক্ষ্য। বর্তমান এই বিশেষ (করোনা সংক্রমণ) পরিস্থিতিতেই শুধু নয়,

শিশুদের সুরক্ষায় সবসময়ই কাজ করে সিসিমপুর।’’

ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় নির্মিত ‘সিসিমপুর’ ৩-৮ বছর বয়সী বাংলাদেশি শিশুদের জন্য একটি প্রাক-শৈশব শিক্ষা কর্মসূচি যা শিশুদেরকে করে তুলছে আরও সম্পন্ন, সবল ও সদয়।

সাবান দিয়ে ধুয়ে হাত

সাবান দিয়ে ধুয়ে হাতজীবাণু করো কুপোকাত…#Sisimpur #USAID_BD

Posted by Sisimpur on Thursday, 19 March 2020

এবি/রাতদিন