সাময়িক ভাবে বন্ধ থাকবে ব্র্যাক -ডাচ বাংলা ব্যাংকের কিছু সেবা

ডাচ-বাংলা ও ব্যাংক ব্র্যাকের সিস্টেম আপগ্রেডের জন্য লেনদেন আজ রাত থেকে বন্ধ থাকবে।

আজ রাত ১০ টা থেকে আগামী ৫০ ঘণ্টা সব ধরনের লেনদেন বন্ধ থাকবে বলে ব্র্যাক ব্যাংক তাদের এক নোটিশে জানিয়েছে।

দেশের আর এক লেনদেনকারি ব্যাংক ডাচ-বাংলা জানিয়েছে, ১৪ মার্চ বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত তাদের সকল প্রকার সেবা বন্ধ থাকবে ।

৭ মার্চ এক বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানায়, উন্নত ও সর্বাধুনিক সেবা দিতে ব্র্যাক ব্র্যাকের সিস্টেম আপগ্রেড করছে , কারণ তারা গ্রাহকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। গত ৭ মার্চ ব্র্যাক ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় । এ কারণে উন্নত প্রযুক্তি বিনিয়োগ করছে ব্রাক।

কার্ড ম্যানেজমেন্ট পদ্ধতির কারিগরি উন্নয়ন আর গতিশীল করবে ব্র্যাক । আজ  বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১০টা থেকে আগামি শনিবার (১৬ মার্চ)রাত ১২টা পর্যন্ত টানা ৫০ ঘণ্টা ব্র্যাক ব্যাংকের সকল লেনদেন বন্ধ থাকবে ।

ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা এইচএম সগীর আহমেদ বলেন,  আগামী ১৪ মার্চ (বৃহস্পতিবার) রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত শাখা, এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম ডাচ-বাংলা ব্যাংকের সিস্টেম আপগ্রেডের জন্য বন্ধ রাখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে ডাচ বাংলা ব্যাংক  এ কাজটি করছে।

এমবি/রাতদিন