এ সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হতে পারে। এতে আবারো দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকু ওয়েদার রবিবার,২২ ডিসেম্বর এ তথ্য জানিয়েছে । ২৫ ডিসেম্বর রাতে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, ২৫ থেকে ২৭ ডিসেম্বর সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা,বরিশাল, খুলনা ও রাজশাহী অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।
খুলনা, যশোর, পাবনা ও রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস যশোরে রেকর্ড করা হয়েছে। তবে আগামীকাল পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
এসকে/রাতদিন