সাহেবগঞ্জ জামে মসজিদের পূণঃনির্মাণ কাজ শুরু

রংপুর নগরীর সাহেবগঞ্জ জামে মসজিদের পূণঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শনিবার, ২৩ ফেব্রুয়ারি। রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি হিসেবে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সাহেবগঞ্জ জামে মসজিদের সভাপতি মো. সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডর কাউন্সিলর মো. নজরুল ইসলাম দেওয়ানী।

এসময় উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ জামে মসজিদ কমিটির সহসভাপতি নুরুন্নবী চৌধুরী, সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান ও জাপা নেতা আজাহার কবীর প্রমুখ।

পরে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মোস্তাফিজার রহমান।

এবি/রাতদিন