সিঙ্গাপুরে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর, অবস্থা উন্নতির দিকে

দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেছেন। শারীরিক অসুস্থতার কারণে সোমবার, ৯ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

সেখানকার জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে ইতোমধ্যে বিভিন্ন টেস্ট করিয়েছেন এই জনপ্রিয় সংগীত শিল্পী।

সিঙ্গাপুরে এন্ড্রু কিশোরের সঙ্গে থাকা সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ জানিয়েছেন, এন্ড্রু কিশোরের কিডনি ও হরমোনজনিত সমস্যা থাকার কারণে তার শরীরের ওজন কমাসহ নানা সমস্যা দেখা দিচ্ছিল। এড্রেনাল গ্লান্ড একটু বড় হয়ে গেছে। তবে এসব সমস্যা থেকে তিনি ভালোর দিকে যাচ্ছেন।

ছয় সপ্তাহ পর এন্ড্রু কিশোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োপসির রিপোর্ট পাওয়া যাবে। তার আগে শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলা গানের জনপ্রিয় এই শিল্পী।

জাহাঙ্গীর সাঈদ বলেন, ‘এন্ড্রু কিশোরের প্রধান সমস্যা ছিল এড্রেনাল গ্লান্ডে। সেটার ব্যথা কিছুটা কমেছে। বর্তমানে সমস্যা হলো জ্বর। প্রতিদিন তার জ্বর আসছে। এ নিয়ে তার চিকিৎসকরা চিন্তিত। কেন এভাবে জ্বর আসছে তার সমাধান খুঁজছেন ডাক্তার।

জানা যায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ছেড়ে হোটেলে থাকছেন এন্ড্রু কিশোর। শনিবার তার দেশে ফেরার কথা থাকলেও রিপোর্ট না পাওয়া পর্যন্ত আরো কয়েক দিন সিঙ্গাপুর থাকতে হবে তাকে।

শান্ত/রাতদিন